শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে নারী নেতৃত্বের অহংকার ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার 

তানোরে নারী নেতৃত্বের অহংকার ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার 

তানোর প্রতিনিধি: রাজনীতি থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত ছেয়ে গেছে  মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদারের তৎপরতায় নারীর নেতৃত্ব। বর্তমানে উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে নারী নেতৃত্ব গড়ে তুলেছেন সোনিয়া সরদার। এছাড়াও পাড়া-মহল্লার বেকার নারীদের উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে করে দেওয়া হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা। ফলে তানোরের নারীরা অবহেলিত জীবন থেকে মুক্তি পেয়ে নিজের কর্ম নিজে করে সমাজে ঘুরে দাড়াচ্ছেন শতশত নারী। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের এমন নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারীদের নিজের পায়ে দাঁড় করানোর নেতৃত্ব মন কেড়েছে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতেও সোনিয়া সরদারের ভূমিকা অপরিসীম। যখন যেখানে দলীয় সভা সমাবেশের ডাক দেয়া হয় সেখানেই সোনিয়া সরদারের নেতৃত্বে নারীদের বহর নিয়ে উপস্থিতি হওয়ার দৃশ্য দেখা যায়। কলমা ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার পলি বলেন,একসময় তানোরের অনেক নারীরা অবহেলিত বেকার জীবন কাটাতেন। চক্ষু লজ্জার ভায়ে বাড়ির বাহিরে যেতেন না। অভাব নিয়ে চলতো সংসারে অশান্তি। যার জন্য প্রতিনিয়ত সমাজে বেড়েই চলে ছিলো নারী নির্যাতনের প্রবণতা।  কিন্তু এখন অনেকটাই বদলে গেছে তানোরের নারীদের জীবন মানোন্নয়ন। যা শুধু একমাত্র সোনিয়া সরদারের জন্য সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, সোনিয়া সরদারের তদারকিতে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রকৃত বেকার নারীদের যাচাই বাছাই করে সেলাই দর্জির প্রশিক্ষণ,মাসরুম চাষ,ফ্যাসন ডিজাইনার প্রশিক্ষণসহ বিভিন্ন কাজের উপরে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আজ নারী নেতৃত্বে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে সোনিয়া সরদারকে।
তানোর পৌর মহিলা লীগের সভানেত্রী নাসরীন জানান,আজ সোনিয়া সরদারের জন্য তানোরের নারীরা অবহেলিত বেকার জীবন থেকে বিভিন্ন প্রশিক্ষন শেষ করে নিজের কর্ম নিজে করে দাঁড়াতে শিখেছে। তার মত সমাজসেবিকা প্রতিটি উপজেলায় প্রয়োজন। তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার জানান, তিনি প্রতিনিয়ত নারীদের জীবন মানোন্নয়নে তাদের আপদ বিপদে সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেন।
৪৭ বার ভিউ হয়েছে
0Shares