বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলার-লালমোহনে সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠন করায় এমপি শাওনকে অভিনন্দন

ভোলার-লালমোহনে সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠন করায় এমপি শাওনকে অভিনন্দন

ভোলা প্রতিনিধিঃ ভোলার-লালমোহন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিক কল্যাণ তহবিল’ গঠন করা হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্য ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে এ তহবিল গঠন করা হয়।

প্রথম দিনেই সাংবাদিক কল্যাণ তহবিলে এমপি শাওনের ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ ৩৫ হাজার টাকা জমা প্রদান করেন। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দুর্ঘটনায় এ তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করা হবে। এছাড়াও কয়েকটি ক্যাটাগরিতে প্রতি বছর লালমোহনের বর্ষ সেরা সাংবাদিকদের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম জনির সঞ্চালনায় এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিকদের জন্য এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপিকে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS