শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জিয়াউর রহমানের গণসংযোগ শুরু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জিয়াউর রহমানের গণসংযোগ শুরু

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী মু. জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী গণসংযোগ নাচোল থেকে শুরু করলেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে নাচোল উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণের আয়োজনে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এসময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে সংক্ষিপ্ত আলোচনাসভায় সকল ভেদাভেদ ভুলে সকলে নাচোলর উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করার জন্য মাঠে নামার আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি বানী ইসরাইল মাষ্টার, সহ-সভাপতি সুধেন চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল সাবা, সাধারণ সম্পাদক তারিফ হাসান, ৮নং ওয়ার্ড সভাপতি মুঞ্জুর আনসারী ও সাবেক ছাত্রলীগ নেতা কাবুল হোসেনসহ দলীয় নেতা-কর্মীগণ।

২৯৮ বার ভিউ হয়েছে
0Shares