শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় ৪টি ক্লিনিকে অভিযান।। ১৬ হাজার টাকা জরিমানা 

জলঢাকায় ৪টি ক্লিনিকে অভিযান।। ১৬ হাজার টাকা জরিমানা 

আনোয়ার হোসেন , জলঢাকা প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী নীলফামারীর জলঢাকা উপজেলায় বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অসংগতির কারনে ১৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার  (৩১মে) বিকালে পৌর শহরে অবস্থিত ৪ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ডাঃ মেজবাহুর রহমান প্রধান, ডাঃ আবু তৈয়ব ও স্যানেটেরি ইন্সপেক্টর জিল্লুর রহমান প্রমুখ। এসয়য় বৈধ কাগজ না থাকায় প্রাইম ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন অসংগতির কারনে আমাদের হাসপাতাল কে ৫ হাজার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে ৩ হাজার ও ডক্টর’স ডায়াগনস্টিক সেন্টার কে ৩ হাজারসহ মোট ৪ টি প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়। এসময় স্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবীর প্রতিষ্ঠানগুলিকে সতর্ক করে স্বাস্থ্য বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান

৪৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS