শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে ১৫ লিটার চোলাই মদসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহনপুরে ১৫ লিটার চোলাই মদসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন মাস্টার  মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলার  ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা টেকনিক্যাল স্কুলের তিন মাথার মোড় থেকে গতকাল বিকালে আনুমানিক ৫,১৫ মিনিটের সময়ের দিকে  অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।

থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৪শে ডিসেম্বর শনিবার বিকালে  গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার এস আই সিরাজুল ইসলাম এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী রিপন (২৩) আদিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামির বাড়ি পুঠিয়া থানার কৃষ্ণপুর গ্রামে।জানাযায় আসামি রিপন,মোহনপুর উপজেলার বেলনা তার শশুড় বাড়ি থেকে বহুদিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিলো।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম বাদশাহ বলেন, আসামীর মাদক দ্রব্য আইনে মালমা দায়ের হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

৬২ বার ভিউ হয়েছে
0Shares