শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে পিতাকে মারধরের অভিযোগে পুত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মোহনপুরে পিতাকে মারধরের অভিযোগে পুত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার বৃ-হাটরা গ্রামের ১মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

থানা সূত্রে জানা গেছে বৃ-হাটরা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫),আজ রবিবার (২৫শে ডিসেম্বর) পিতাকে মারধর করে।পিতার অভিযোগে পরে বেলা ১১.৩০ টার দিকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, আজ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

৩৯১ বার ভিউ হয়েছে
0Shares