শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে চোলাই মদসহ আটক ব্যবসায়ী

তানোরে চোলাই মদসহ আটক ব্যবসায়ী

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে আনসার প্লাটুন কমান্ডার। এসময় চোলাই মদসহ আটককৃত মাদক কারবারিকে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। জানা গেছে,গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে মোহাম্মদালীপুর গ্রামের মৃত আইরুল ইসলামের ছেলে তকির ইসলাম(২২) দীর্ঘদিন ধরে এলাকায় দেশীয় চোলাই মদ সাপ্লাই দেয়াসহ ব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামারগাঁ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম এ মাদক কারবারিকে আটক করেন। আটককৃত মাদক কারবারির কাছে থেকে প্রায় ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, মাদারীপুর বাজারে আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম এসব দেশীয় চোলাই মদসহ তাকে আটক করে থানায় ফোন দিলে পুলিশ গিয়ে মদসহ আসামীকে থানায় আনা হয়। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৪৯ বার ভিউ হয়েছে
0Shares