বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নরসিংদীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

নরসিংদীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

শান্ত বণিক, নরসিংদী থেকে:  নরসিংদীর রায়পুরা উপজেলায় ঘরে থাকা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চাঁনপুর ইউনয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুরুল ইসলাম (৪০) ওই গ্রামের বাসিন্দা। তিনি ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলছেন, নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। শনিবার  সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম দাঁত মাজতে মাজতে ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।
নিহত ব্যক্তির বড় ভাই আহমদ আলী বলেন, বেলুন ফোলানোর ওই গ্যাস সিলিন্ডারটি ঘরের এককোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে রাসায়নিকও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বলছেন যে এটি নিছকই একটি দুর্ঘটনা।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS