শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নরসিংদীর রায়পুরায় সেলাই মেশিন বিতরণ 

নরসিংদীর রায়পুরায় সেলাই মেশিন বিতরণ 

শান্ত বণিক: নরসিংদী জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে রায়পুরার ৭১জন গরীব, অসহায় মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর  সদস্য, সাবেক মন্ত্রী ও সপ্তম বারের মতো বিজয়ী সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক সাংসদের সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানম প্রমূখ।
এ সময় জনপ্রতিনিধি ও গণ্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজি উদ্দিন আহমেদ রাজু বলেন, জেলা পরিষদ সব সময় সরকারের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার লক্ষ্যে দেশ ও জাতির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS