বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে’ উঠানামা করছে তাপমাত্রা

পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে’ উঠানামা করছে তাপমাত্রা

পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতার সাথে ঘনকুয়াশা। হিমালয়ের হিমেল বাতাসে দিন দিন শীতের তীব্রতা বেড়ে’ উঠানামা করছে তাপমাত্রা ফলে শ্রমজীবি মানুষ পড়েছে চরম বিপাকে।
আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানান, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে শীতে ঠান্ডার হাত থেকে রক্ষার পাওয়ার জন্য সকালে ঝলমলে রোদে ক্ষনিকের জন্য রোদের আলোতে বসে উষ্ণতা নিতে দেখা যায় শীতার্ত মানুষদের।
এদিকে আবহাওয়া অফিসের পূর্বভাস রয়েছে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছেন।
সকালে ঘন কুয়াশার কারণে পথঘাটে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানায় গাড়ি চালকরা।
শ্রমজীবি মানুষরা যারা জীবিকার তাগিদে বাইরে কাজ করেন তারা সকালে এই কনকনে শীতে পড়েছে চরম দূর্ভোগে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান,’হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে শীতের তীব্রতা অনেক বেশী। আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস।

৭৫ বার ভিউ হয়েছে
0Shares