শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগসহ ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগসহ ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

পঞ্চগড় : আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থীসহ ৫জন মনোনয়নপত্র জমা করেছেন।
বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীরের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
একই সময় নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা আলমগীরের কাছে সংরক্ষিত নারী আসনে দুই আসনে ৫জন ও সাধারণ সদস্য দুটি আসনে ২৩ জন মনোনয়ন দাখিল করেছেন।
জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাই হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ৪৩টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভায় ৬১২জন ভোটার পঞ্চগড়ের দুটি আসনে ৫টি ভোট কেন্দ্রে পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর জানান,জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা শতস্ফুতভাবে রিটার্নিং অফিস কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১৩১ বার ভিউ হয়েছে
0Shares