শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শপথ নিলেন পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন

শপথ নিলেন পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আমজাদ হোসেন শপথ নিয়েছেন। গত সোমবার (২৮ নভেম্বর ) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত ৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। শপথের পর বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাংক্ষিত সেবা প্রদানের আহŸান জানান। শপথ গ্রহণের পর নবনির্বাচিত মেয়র আমজাদ হোসেন বলেন, পৌর এলাকার সর্বস্তরের জণগনের সহযোগিতা নিয়ে একটি আধুনিক মডেল পৌরসভা গঠনে কাজ করে যাবো।

গত ২ নভেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। উল্লেখ্য, ১১ বছর ৯ মাস ৫ দিন পর পার্বতীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

৪২ বার ভিউ হয়েছে
0Shares