বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ৩ হাজার ৮৫০ কৃষক পেলো বিনামূল্যে বীজ ও সার প্রনোদনা

নাটোরে ৩ হাজার ৮৫০ কৃষক পেলো বিনামূল্যে বীজ ও সার প্রনোদনা

ইসাহাক আলী, নাটোর, ০৯ নভেম্বর-  নাটোর সদর উপজেলায় সরকারী প্রনোদনার সার ও বীজ পেয়েছেন ৬ হাজার ৪৯০জন কৃষক।‌ দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল সহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রনোদনার মধ্যে রয়েছে ১ বিঘা জমির জন্য পরিমাণমত শীতকালীন পিয়াজ, সরিষা, গম, মসুর, খেসারী, ভুট্টা ও মুগ ডালের বীজসহ এমওপি ও ডিএপি সার।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares