শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় আন্তর্জাতিক প্রবীন দিবস পালন

সাঁথিয়ায় আন্তর্জাতিক প্রবীন দিবস পালন

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীনদের জন্যে প্রদত্ত প্রতিশ্রæতি পূরণে প্রজন্মের ভূমিকা’এই শ্লোগানকে সমানে রেখে সারা দেশের ন্যায় রোববার (১অক্টোবর) পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,জাহাঙ্গীর আলম,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS