শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির প্রতিবেদনের আলোকে কনসালটেন্ট প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর সংশোধনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খসড়া চূড়ান্ত প্রতিবেদনের উপর সংশোধনী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় শ্যামা সুন্দরীর বর্তমান পরিস্থিত ও ভবিষ্যৎ পরিকল্পনার তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, রংপুর সেনা নিবাসের জিওসির প্রতিনিধি মেজর তারিক মোহাম্মদ শাহিদুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল হাসান, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, বিডাব্লিউডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, ডিপিএইচএফ এর ইঞ্জি. পঙ্কজ কুমার শাহা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এ ডব্লিউ এম রায়হান শাহ ও রংপুর প্রেস ক্লাব সভাপতি মাহাবুব রহমান হাবুসহ শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখার বিষয়ে গঠিত টেকনিক্যাল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
৩৯ বার ভিউ হয়েছে
0Shares