শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

 মোরেলগঞ্জ  প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৮০০ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ অ‌ক্টোবর) বেলা ৩টার দিকে বিশারীঘাটা গ্রাম থেকে তা‌কে আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। আটককৃত মেহেদী হাসানের বিরুদ্ধে মোরেলগঞ্জ, ডিএমপি থানা ও রংপুর থানায় ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।

থানার ওসি মো. সাইদুর রহমান জানান, ৩/৪ দিন পূর্বে ইয়াবার একটি বড় চালান মোরেলগঞ্জে আসে। বিশারীঘাটা গ্রামের মেহেদী হাসান আজ ওই চালানের ইয়াবা অপর একটি পার্টির নিকট হাত বদলের অপেক্ষায় থাকাকালে মেহেদীকে আটক করা হয়।

এসময় পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি মোঃ সাইদুর রহমান।

২৯ বার ভিউ হয়েছে
0Shares