বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

৪ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

Views

নবীগঞ্জ প্রতিনিধিঃ ৪ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি কোন অনুমতি না নিয়ে ইতালিতে অবস্থান করছেন। এনিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিঘœ ঘটছে ঐবিদ্যালয়ের শিক্ষার পরিবেশ।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার উজির পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফিজা পারভীন সাথী ২০২০ সালের ২৪ জুলাই থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত আছেন।দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসার কারনে ক্লাসে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটছে। তিনি উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষিকাকে কোন কিছু না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি তার স্বামীর সাথে ২০২০ সালেই ইতালি চলে গেছেন। সেখানে তিনি নাগরিকত্ব নিয়েছেন। উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা হেনা বেগম চৌধুরী বলেন, আমার স্কুলের সহকারী শিক্ষিকা সাথী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারনে ক্লাসে পাঠদানে জটিলতা সৃষ্টি হয়েছে। শিগরিই উক্ত পদে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রোমান মিয়া বলেন, উক্ত পদের জন্য শুণ্য ঘোষনা করার জন্য হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের কাছে তিনি কোন লিখিত কোন ছুটির জন্য আবেদন করেননি। তাই বিধি অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share This

COMMENTS