বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর  :  চিরিরবন্দরে প্রেমিকার উপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল ৭ আগস্ট রোববার  দুপুর আনুমানিক পৌনে ৩টায় উপজেলার কাঁকড়া রেলব্রীজ এর পূর্বে ঘটেছে। 
পুলিশ জানায়, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নয়াপাড়া এলাকার বাবুল হোসেন বাবুর ছেলে রাজমিস্ত্রীর সহকারি মোঃ মোস্তাকীম হোসেন (২০) প্রেমিকাকে মুঠোফোনে ডেকে রেলব্রীজের ধারে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে তার উপর অভিমান করে রেললাইনের ধারে প্রেমিকাকে দাঁড় করে রেখে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে স্থানীয় চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘৈাষনা করেন। সংবাদ পেয়ে দিনাজপুর জিআরপি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে এবং মেয়েটিকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। 
দিনাজপুর জিআরপি থানার এসআই রায়হান জানান, এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

৭৯ বার ভিউ হয়েছে
0Shares