শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে শিক্ষকদিবস-২০২২ পালিত

নাচোলে শিক্ষকদিবস-২০২২ পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ব্র্যাকের সহযোগিতায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উদ্দোগে এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) নাচোল শাখার আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল মহিলা ডিগ্রি কলেজ চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে মহিলা কলেজ ক্যাম্পাসে সমিতির পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়। মহিলা কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”-শীর্ষক প্রতিপাদ্যের উপর আলোচনাসভায় বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপাধ্যক্ষ আশীস কুমার চক্রবর্তি, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাইচন্ডি কারিগরি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক, সাধারণ সম্পাদক ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেমান আলী।

৪০৭ বার ভিউ হয়েছে
0Shares