শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন উপলক্ষে নাচোলে নৌকার জনসভা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন উপলক্ষে নাচোলে নৌকার জনসভা

 ইব্রাহীম স্টাফ রিপোর্টার-আসন্ন ১ ফেব্রæয়ারী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগের প্রার্থী মুহাঃ জিয়াউর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বেলা সাড়ে ১১টায় উপজেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সদস্য অধ্যাপক মোঃ আলী আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ^াসসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল উপজেলা অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য রয়াল বিশ^াস, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সস্পাদক আমিনুল ইসলামসহ অংগসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

৯২ বার ভিউ হয়েছে
0Shares