শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুটির চর স্কুল এন্ড কলেজ রৌমারীতে দূর্গম চরাঞ্চলে দরিদ্র শিক্ষার্থীদের আলোর বাতিঘর

কুটির চর স্কুল এন্ড কলেজ রৌমারীতে দূর্গম চরাঞ্চলে দরিদ্র শিক্ষার্থীদের আলোর বাতিঘর

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুটির চর স্কুল এন্ড কলেজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দূর্গম চরাঞ্চলে দরিদ্র শিক্ষার্থীদের আলোর বাতিঘর হিসেবে কাজ করছে। ১৯৯৯ইং সালে স্থানীয় মহৎ ব্যক্তিদের প্রচেষ্টায় বন্দবের ইউনিয়নের নদী বেষ্টিত চরাঞ্চল এলাকার হতদরিদ্র শিক্ষার্থীদের পড়া-লেখার সুযোগ সুবিধা সৃষ্টির জন্য কুটির চর স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়।

অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের ঐকান্তিক প্রচেষ্টায় কুটির চর স্কুল এন্ড কলেজ দূর্গম এলাকায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে তাদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলছেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মফস্বলে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেকে দেশ বিদেশে প্রতিষ্ঠা লাভ করছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি’র নির্দেশনায় কুটির চর স্কুল এন্ড কলেজ এমপিও ভুক্তি লাভ করেছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীবৃন্দ বর্তমান সরকারকে আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares