বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চিলমারীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ভোক্তা অধিকারের অভিযানে  ৪০ হাজার টাকা জরিমানা

চিলমারীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ভোক্তা অধিকারের অভিযানে  ৪০ হাজার টাকা জরিমানা

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ২টি রাসায়নিক সার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
 রবিবার (২৮আগস্ট)  দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চিলমারী উপজেলার নতুন জোড়গাছ বাজার এলাকার সার ব্যবসায়ী জাহেদুল ইসলামের ম্যানেজার  নুর আলমকে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রি করায় ২০ হাজার টাকা এবং একই অপরাধে একই বাজারের ত্বহা ট্রেডার্স এর মালিক  গওসুল আজমকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এসময় সহযোগিতা করেন চিলমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর  আরশাদ আলী এবং চিলমারী থানা পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকারের বাজার অভিযান অব্যাহত থাকবে।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS