বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনায় নজরুল সেনার সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন

নেত্রকোনায় নজরুল সেনার সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : ‘নজরুল সেনার পঞ্চাশে, মেতে উঠি উল্লাসে’ এই ¯েøাগানকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হচ্ছে জাতীয় শিশু কিশোর কল্যাণ সংগঠন বাংলাদেশ নজরুল সেনা, নেত্রকোনা জেলা শাখার দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব।

শুক্রবার সকাল ১১টায় মোক্তারপাড়া মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী সংগঠনের কর্মী আরিফ খান জয়, নজরুল সেনার উপদেষ্টা সাবেক কাস্টমস্ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, নজরুল সেনার সভাপতি মাসুদুল আজিজ টিটু, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সাইফুল হাসান ভূঁইয়া সেলিম, সদস্য সচিব শিরীন আক্তার চৌধুরী, সংগঠনের কর্মী রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, নজরুল সেনার সাধারণ সম্পাদক সারোয়ার আলম রোকন, সদস্য আহম্মদ আলী সিদ্দিকী, শাহীন আক্তার চৌধুরী, গাজী মোবারক হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী দিনে ফটো গ্যালারী ও চিত্রাংকন গ্যালারী পরিদর্শন, স্মৃতিচারণ, আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরাসহ দেশ বরেণ্য শিল্পীবৃন্দ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন। দীর্ঘদিন পর সকল স্তরের সদস্য সদস্যাদের উপস্থিতিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি নবীন প্রবীনের মিলন মেলায় পরিনত হয়।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS