শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ড ১৭ দোকান পুড়ে ছাঁই : কোটি টাকার ক্ষতি

বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ড ১৭ দোকান পুড়ে ছাঁই : কোটি টাকার ক্ষতি

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান দোকান পুড়ে ছাঁই হয়েগেছে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।শনিবার (১৫ অক্টোবর) রাত রাত ৪টার দিকে চৌমুহনী মহেশগঞ্জ বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ৮টি দোকান , মুদি দোকান ৬টি, আলু আড়ৎ ১টি, বিরিয়ারি দোকান ১টিসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় স‚ত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) রাত ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন।

চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ওই আগুনের স‚ত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নির্ধানিত করা হবে। #

৬২ বার ভিউ হয়েছে
0Shares