শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় তিন মাস ধরে ঝুলে আছে বিদ্যুতের তার, দুর্ঘটনার আশঙ্কা

কলমাকান্দায় তিন মাস ধরে ঝুলে আছে বিদ্যুতের তার, দুর্ঘটনার আশঙ্কা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ঝড়ো হাওয়ায় বিদ্যুতের তারে গাছ উপরে পড়ে তার মাটি ছুঁয়ে আছে অন্তত তিন মাস ধরে। এ তারে জড়িয়ে যে কারো প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি করিমের মোড় এলাকার আব্দুল সালামের বাড়ির সামনে এমনভাবে মাটি ছুঁয়ে আছে পল্লী বিদ্যুতের তার।
এ নিয়ে স্থানীয়রা কয়েক মাস যাবত পল্লীবিদ্যুতের লাইম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিক অবগত করলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)।
স্থানীয়রা জানান, বাড়ির মালিক আব্দুল সালাম ঢাকায় বসবাস করেন। ফলে বাড়িটি দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। তবে বাড়ির বিদ্যুৎ লাইনটি সচল রয়েছে। কিন্তু গত তিন মাস আগে ঝড়ো হাওয়ায় কয়েকটি গাছ উপরে পড়ে সালামের বাড়ির সামনের খুঁটির তারে। এতে বিদ্যুতের তার মাটি পর্যন্ত ঝুলে পড়ে। দীর্ঘদিন এভাবেই পড়ে আছে সচল লাইনটি। বাড়িতে কোন লোকজন না থাকায় এলাকাবাসী পল্লী বিদ্যুতের লাইনম্যানসহ অন্য কর্মকর্তাদের মৌখিক বিষয়টি অবগত করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। এই ঝুলে থাকা বিদ্যুতের তার নিয়ে এলাকার লোকজন শঙ্কিত।
রংছাতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল করিম শনিবার (১৫ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের  বলেন, তিনমাস ধরে বাজারের পাশে এভাবে বিদ্যুতের তার মাটিতে পড়ে আছে। এরমধ্যে বেশ কয়েকবার স্থানীয় পল্লীবিদুৎ সমিতির লোকজনকে মৌখিক ভাবে জানানোর পরও এখন পর্যন্ত তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি। যদিও বসতভিটা পরিত্যক্ত তারপরও এ পথ দিয়ে দিনরাত অসংখ্য মানুষের যাতায়ত। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। কয়দিন আগেও আমাদের উপজেলার পোগলা ইউনিয়নে এভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা পল্লীবিদ্যুত সমিতির ডিজিএম প্রকৌশলী রাশেদুজ্জামান শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, বিষয়টি অবগত নই। পরে প্রতিবেদকের কাছ থেকে ঠিকানা নিয়ে ঝুলেথাকা বিদ্যুতের তারের সমস্যা সমাধানে ঘটনাস্থলে লোক পাঠান। এ সমস্যাটি দ্রুত সমাধানের বিষয়ে আশ্বাস দেন তিনি।
৪০ বার ভিউ হয়েছে
0Shares