শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে বাংলা নববর্ষ পালিত

দুর্গাপুরে বাংলা নববর্ষ পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা সপিবি‘র, সাহিত্য সংগঠন পথ পাঠাগার, আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩০। শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে জাতীয় সংগীত ও বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে সর্বস্তরের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ওসি (তদন্ত) নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী সহ সরকারি বে-সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, স্কুলের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ছাড়া দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একাডেমি, পথ পাঠাগার, উপজেলা সিপিবি, দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরুপ কর্মসূচী পালন করে।

৩১ বার ভিউ হয়েছে
0Shares