সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কেশরহাটে দোকান ভাংচুর ও চাঁদার দাবী করায় সংবাদ সম্মেলন

কেশরহাটে দোকান ভাংচুর ও চাঁদার দাবী করায় সংবাদ সম্মেলন

মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজলোর কশেরহাট পৌরসভায় দোকানঘর ভাংচুর ও চাদাবাজরি অভযিোগ এনে মামলা দায়রে করে সংবাদ সম্মলেন করছেনে ৫ নং ওর্য়াড কাউন্সলির সাবরে আলী মণ্ডল। শনবিার (১৫ অক্টোবর) দুপুর ১২ টার দকিে বাজাররে নজি র্কাযালয়ে এ সংবাদ সম্মলেন করনে তনি।ি সংবাদ সম্মলেন তনিি লিখিত বক্তব্যে বলনে, কশেরহাট পৌরসভার ৫ নং ওযর়্াডরে দুই বাররে নর্বিাচতি কাউন্সলির। এছাড়াও আমি কশেরহাট বাজাররে বশিষ্টি ব্যবসায়।ি এ বাজারে আমার একাধকি ব্যবসা প্রতষ্ঠিান রয়ছে।ে রহমান পট্রেোল পাম্পরে পাশে অবস্থতি আমার ব্যবসা প্রতষ্ঠিানে স্থানীয় একটি মহল র্দীঘদনি ধরে চাঁদা দাবী করে আসছলি। আমি তাদরে চাঁদা না দওেয়াই গত ১০ অক্টোবর রাত ৯টার দকিে কশেরহাট পৌর এলাকার বাকশলৈ গ্রামরে মৃত মছরি উদ্দনিরে ছলেে জামাল হোসনেসহ ১০/১২ জনরে একটি সন্ত্রাসী চাপঁদাবাজ দোকানে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবী কর।ে আমি রাজি না হলে তারা অর্তকতি হামলা ও ভাংচুর চালযি়ে পরে ১ লাখ ৮৫ হাজার ৫০০টাকা ছনিযি়ে নযে়। এসময় দোকানঘর ও গোডাউনে ভাংচুর চালযি়ে মালামাল লুট করে নযি়ে যায়। এতে করে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতসিাধন করে নযি়ে যায় এবং আমাদরে বরে করে দযি়ে দোকান ঘরে তালা ঝুলযি়ে দযে়। এঘটনায় আমি ১২ অক্টোবর আদালতে একটি মামলা দায়রে কর।ি আপনাদরে সুবধর্িাথে মামলার ফটোকপি সংযুক্তি করছে।ি তনিি চরম বপিদ মর্হূত আছনে বলে দাবি করে আরো বলনে, গত ১১ অক্টোবর জামাল হোসনেসহ তাঁর সন্ত্রাসী বাহনিী আমার ব্যবসা প্রতষ্ঠিানরে ঘর অবধৈভাবে জবরদখল করে চাঁদার দাবতিে আশপোশে ঘুরাঘুরি করছ।ে দোকানে গলেে ওই সন্ত্রাস ও চাঁদাবাজ বাহনিী আমাকে হত্যার হুমকি দযি়ে আসছ।ে অমি এখন নরিাপত্তাহীনতায় ভুগছ।ি সাংবাদকিরে প্রশ্নরে জবাবে কাউন্সলির সাবরে আলী বলনে, টাকা লুটপাটরে সময় দশেি অস্ত্র দখেয়িে কলি ঘুসি মারায় আমি ভয়ে প্রতবিাদ করতে পারনি।ি আমার সম্পদ হারালে তো জীবন হারাতে পারবোনা। বচেে না থাকলে আমি সম্পদ দয়িে কি করবো। পরে আমি আলোচনা করে বচিাররে দাবতিে আদালতে মামলা দায়রে করছ।ি আমি এ ঘটনার বচিার ও সুষ্ট সমাধানরে দাবি জানাচ্ছ।ি এসময় উপস্থতি ছলিনে, কশেরহাট পৌরসভার ১ নং ওর্য়াড কাউন্সলির একরামুল হক, ৮ নং ওর্য়াড কাউন্সলির আসলাম হোসনে, ৯ নং কাউন্সলির বাবুল আক্তার।

১৩৮ বার ভিউ হয়েছে
0Shares