বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে পৌরসভার মেয়র ভিপি দুলাল জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত

সেনবাগে পৌরসভার মেয়র ভিপি দুলাল জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ পৌরসভা মেয়র আবু নাছের ভিপি দুলাল নোয়াখালী জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্র্বাচিত হয়েছে। সোমবার নোয়াখালী জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জেলার ৯টি উপজেলায় শিক্ষা,সংস্কৃতি,সামাজিক ও রাজনীতি সহ বিভিন্ন মানদন্ডে ৯জন প্রতিযোগীকে পরাজিত করে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন তিনি।

এরআগে আবু নাছের ভিপি দুলাল বিগত বছরগুলোতে সেনবাগ উপজেলা সদরে অবস্থিত সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালেয়ের ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫বার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন ও একবার চট্টগ্রাম বিভাগী পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতির মর্যাদা অর্জন করেন।

আবু নাছের ভিপি দুলাল বর্তমানের সেনবাগ পৌরসভার মেয়র। তার স্ত্রী মাহমুদা আক্তার আক্তার প্রধান শিক্ষক চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও দুই ছেলে জনক। তার বাড়ি সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের অর্জুনতলা গ্রামে। পিতা মৃত আবদুল খালেক, মাতা মৃত নুরর জাহান বেগম।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS