শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভুরুঙ্গামারী‌তে ভোক্তা অধিকারের অভিযানে ২ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

ভুরুঙ্গামারী‌তে ভোক্তা অধিকারের অভিযানে ২ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০২ দোকানিকে জরিমানা করা হয়েছে। বুধবার (১২অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী‌ উপজেলার সোনাহাট বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে প্রশাসনিক ব্যবস্থায় মেয়াদোত্তীর্ণ তাল মিছরি, ঘি বিক্রয়ের অপরাধে সোনাহাট বাজারের ভাই ভাই স্টোরের মালিক জামান উদ্দীনকে ৫ হাজার টাকা এবং একই বাজারের আবু হানিফ স্টোরের মালিক শুভ রানাকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস, গুড়ো দুধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

এসময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক এবং ভুরুঙ্গামারী‌ থানা পুলিশ।

অভিযানে নেতৃত্বে দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares