রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে বিনামূল‍্যে পাট বীজ ও আউশ ধানের বীজ বিতরণ 

ফুলবাড়ীতে বিনামূল‍্যে পাট বীজ ও আউশ ধানের বীজ বিতরণ 

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১১:০০টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল‍্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট বীজ, আউশ ধানের বীজ ও সার উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ইউআরডিও উম্মে কুলছুম উপজেলা প্রেক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাংবাদিক রতি কান্ত রায় প্রমূখ।

উপজেলার ১৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৮০০ জন কৃষকের মাঝে ১কেজি করে পাট বীজ এবং ১১০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ বীজ , ১০ কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS