শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শার্শা উপজেলায় ৫-১১ বছরের শিশুদেরকে করোনা ভ্যাকসিন দেওয়ার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত

শার্শা উপজেলায় ৫-১১ বছরের শিশুদেরকে করোনা ভ্যাকসিন দেওয়ার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত

শার্শা(যশোর) সংবাদদাতাঃ যশোরের শার্শা উপজেলায় ৫-১১ বছরের শিশুদেরকে করোনা ভ্যাকসিন দেওয়ার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত¡াবধনে সকাল ৯টা হতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পেডিয়াটেক ফর্মুলেশণ ফাইজার বাইওএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান অনুষ্ঠিত হয়। শত স্ফুর্তভাবে শার্শা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, যাবদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাভারণ রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুরুজাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময় নাভারণ রেল বাজার ও বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন প্রদানের শুভ উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার নারান চন্দ্রপাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুপ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুপ আলী এ প্রতিনিধিকে বলেন পর্য্যায় ক্রমে আগামী ১৩ দিনের মধ্যে ৪৪ হাজার ৪শত ২৩ জন এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩ হাজার ৭শত ২জন ছাত্র-ছাত্রী, ঝরে পড়া কমিউিনিটি ভিত্তিক ৭শত ২১ জন সহ মোট ২৬৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হবে। ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার জন্য সকল অভিভাবকদেরকে জানিয়ে দেওয়া হবে।

৮৪ বার ভিউ হয়েছে
0Shares