সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে বিশ^ মা দিবস পালিত

নাচোলে বিশ^ মা দিবস পালিত

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ; চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ’শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’-এ প্রতিপাপদ্যের উপর আলোচনা ও সফল মা’দের বক্তব্যের মধ্য দিয়ে বিশ^ মা দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোর সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক নূরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও নাচোল রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম বাবু। আলোচনাসভায় প্রধান আলোচক সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান সরকার জানান, যুক্তরাস্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুল শিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন। অ্যানা জারভিস এর মৃত্যুর পর তার মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের লক্ষে ১৯০৮ সালে তার মা যে গীর্জায় উপাশনা তরতেন সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘মা’ দিবসের সূচনা করে। সেই থেকে সারা বিশে^ ১২মে বিশ^ মা দিবস পালিত হয়ে আসছে।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS