শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অঞ্জলী শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে পঞ্চগড়ে বিজয়া দশমী উৎযাপন

অঞ্জলী শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে পঞ্চগড়ে বিজয়া দশমী উৎযাপন

পঞ্চগড় : আজ বিজয়া দশমী। মা দূর্গাকে বিদায় জানানোর দিন। বিচ্ছেদের বিজয়া বাপের বাড়ি থেকে আজই যাত্রা উমার। দেবী বাপের বাড়ি থেকে যেতে হবে কৈলাসে। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর ‘‘ আমার কৈলাসে ভোলা-কাঁদে একালা-ফিরে গেছে গাথা মালা মায়ারী বাধন-প্রতিমা হবে বিসর্জন। ছেড়ে গেছে নবমী-পড়েছে দশমী প্রতিমা হবে বিসর্জন’’। সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবী বরণের প্রস্তুতি, হবে ঘট বিসর্জন। এর পর সিঁদুরখেলা। তার পর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা।
বুধবার (৫অক্টোবর) সকালে জেলার মন্ডপে মন্ডপে দেবীর দশমী বিহিত পূজা শেষে দেবীর চরনে অঞ্জলী অর্পন করেন ভক্তরা।
এরপর দেবীর বিসর্জন শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। ‘আসছে বছর আবার এসো মা’ এই আহ্বানে মা দূর্গাকে সিঁদুর দান শেষে একে অপরের সিঁথীতে সিঁদুর পড়িয়ে ও মিষ্টিমুখ করিয়ে একে ওপরের প্রতি শুভকামনা জানান ভক্তরা।
দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার আনুষ্ঠানিকতা। জেলায় এবার ২৯৫টি দূর্গা মন্দিরে আনুষ্ঠানিকতায় শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হয়।

৮২ বার ভিউ হয়েছে
0Shares