শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন উপজেলা আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন উপজেলা আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভা

পঞ্চগড় : পঞ্চগড়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ধারা অব্যাহত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৫ফেব্রুয়ারি দিনব্যাপী তেঁতুলিয়ায় উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান।
তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন,তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু,পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান শেখ মিলনসহ অনেকে।
মতবিনিময় সভায় তিনটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

১৫৬ বার ভিউ হয়েছে
0Shares