বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে আওয়ামীলীগে যোগ দিয়েও বিএনপির বিস্ফোরক মামলায় কারাগারে

নাটোরে আওয়ামীলীগে যোগ দিয়েও বিএনপির বিস্ফোরক মামলায় কারাগারে

নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভার আলোচিত কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদকে আটক করে মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএনপি থেকে কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেয়া কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ নাটোর সদরের বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। বিএনপিতে থাকাকালীন একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

নাটোর থানা সূত্রে জানা গেছে, কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ বিএনপিতে থাকার সময়ের একটি পুরাতন বিস্ফোরক মামলায় নিয়মিত হাজিরা না দেয়ায় আদালত কাউন্সিলর জাহিদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মঙ্গলবার দুপুরের পর তিনি নাটোর থানায় আসলে তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রওশন আলমের আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares