শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ইসাহাক আলী, নাটোর, ১৩ আগস্ট-নাটোরের সিংড়ার ভাগনাগরকান্দি এলাকার নদীর পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান রবিবার সকালে ভাগনা দরকান্দি এলাকায় নদীর পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। তবে তার পরিচয় জানা যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিচয় নির্ণয়ে চেষ্টা চলছে। তার বার্তা ও মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বাগমারা থেকে কিছু লোক থানায় আসছেন তারা আসলে পরিচয়টি নির্ণয় করা যাবে।

২০৮ বার ভিউ হয়েছে
0Shares