শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গুরুদাসপুরে চা দোকানীর মারপিটে কাঠ ব্যবসায়ী নিহত

গুরুদাসপুরে চা দোকানীর মারপিটে কাঠ ব্যবসায়ী নিহত

ইসাহাক আলী, নাটোর, ০২ অক্টোবর-পাওনা টাকা নিয়ে দ্বন্দের জেরে নাটোরের গুরুদাসপুরে মাসুদুর রহমান মাসুদ নামে এক চা দোকানীর মারপিটে সাইফুল ইসলাম ওরফে জয় (৫০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।

গত রাত পৌনে ১১ টার সময় পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া জহির শাহ মোড়ে এ ঘটনা ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকায় মৃত আব্দুল জলিলের ছেলে। আর চা দোকানী মাসুদুর রহমান একই এলাকার কোবাত আলীর ছেলে। ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে জানান, গতরাতে পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া জহির শাহ মোড়ে স্থানীয় মাসুদের চায়ের দোকানে পাওনা টাকা নিয়ে সাইফুল ইসলামের কথা কাটা কাটি শুরু হয়। এক পর্যায়ে হাতা-হাতি শুরু হলে চা দোকানী মাসুদুর রহমান মাসুদ দোকানে থাকা কাঠের বাটাম দিয়ে সাইফুলকে মারপিট করে। এছাড়া কাঁচের চায়ের কাপ দিয়ে শরীরে আঘাত করলে ডান হাতে জখম হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মাসুদ দ্রুত সটকে পড়ে।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো পর পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মাসুদকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

১০২ বার ভিউ হয়েছে
0Shares