শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালুর দাফন সম্পন্ন

মেহেরপুরের সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালুর দাফন সম্পন্ন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, মেহেরপুর পৌরসভা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালুর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জানাযা অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক, মেহেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর পৌরসভার শেখ পাড়াস্থ কবরস্থানে দাফন করা হয়। গতকাল বুধবার সকালে মেহেরপুর-২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার আমিরুল ইসলাম পালু মৃত্যুবরণ করেন।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares