শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে ১০ রাত্রি ব্যাপি যাত্রাপালা’র শুভ মহরত অনুষ্ঠিত

মেহেরপুরে ১০ রাত্রি ব্যাপি যাত্রাপালা’র শুভ মহরত অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে ১০রাত্রি ব্যাপি জেলার সৌখিন যাত্রাদলের সমন্বয়ে বিশুদ্ধ যাত্রাপালা’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১০রাত্রি ব্যাপি যাত্রাপালা’র শুভ মহরত এর উদ্বোধন করেন প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমি’র সহ-সভাপতি নূরুল আহমেদ,স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কর্মি শাশ^ত নিপ্পন। এ সময় স্থানীয় নাট্য শিল্পী,যাত্রা শিল্পী ও সাংস্কৃতিক কর্মিদের মধ্যে আবুল হাসনাত দিপু, আনোয়ারুল হাসান,আবদুল মান্নান,নিলুফার বানু,মৌসুমী ঢালী,টনি, মামলত হোসেন সহ প্রায় শতাধিক নাট্য শিল্পী,যাত্রা শিল্পী ও সাংস্কৃতিক কর্মি উপস্থিত ছিলেন।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares