বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী পালন

মেহেরপুরে হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর :; জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। “শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” এই শ্লোগানে সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ডে জেলা জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন ফিন ফুড হোটেলে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক কেতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হামিদ। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা জাতীয় পার্টির সদস্য বাবলু হোসেন, কুতুবউদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মামলত হোসেন,নজরুল ইসলাম,জান মোহাম্মদ মিন্টু,ইকবাল হোসেন,এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সেলিম রেজা। অনুষ্ঠানে জাতীয় পার্টির জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

৯৫ বার ভিউ হয়েছে
0Shares