শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে ভৈরব এর আয়োজনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী পালন

মেহেরপুরে ভৈরব এর আয়োজনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী পালন

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর আয়োজনে গতকাল শনিবার (২৫-০৫-২০২৪) বিকালে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর উপদেষ্টা ও আর.আর.এফ এর চেয়ারম্যান মীর রওশন আলী মনা ও “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সাহিত্য সম্পাদক মিনা পারভীন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু লায়েছ লাবলু, “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর প্রবীন সদস্য কবি বাশরী মোহন দাস, আবুল হাসেম প্রমুখ । ২য় পর্বে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি বাশরী মোহন দাস, আবু লায়েছ লাবলু, এস. এম.এ.মান্নান,মুহম্মদ মহসীন, নূর আলম, আবুল হাসেম,শফিক সেন্টু, রফিকুল ইসলাম,শহিদুল ইসলাম কানন, সাদেকজ্জামান সেন্টু,রদরুদ্দোজা বিশ^াস প্রমুখ।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS