রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁর মহাদেবপুরে অবৈধ ভাবে সরকারি পুকুরে বাড়ি ও ইটের প্রাচীর নির্মানের অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে অবৈধ ভাবে সরকারি পুকুরে বাড়ি ও ইটের প্রাচীর নির্মানের অভিযোগ

৮৪ Views

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নে চককন্দপর্পুর এলাকার একটি সরকারি পুকুরের কিছু অংশ অবৈধভাবে দখল করে বসতবাড়ি এবং প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় এই বাড়ি এবং প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নে চককন্দপর্পুর গ্রামের চককন্দপর্পুর মৌজায় ১ নং খতিয়ানের ১২৪৪ দাগে প্রায় আড়াই বিঘা আয়তনের এ খাস পুকুরটি (‘হাজরা পুকুর’) প্রশাসনের কোনও প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে পাকা বসতবাড়ি ও প্রাচীর নির্মাণ করা হচ্ছে। উক্ত পুকুরের পাশে বসবাসকারী লোকজনের বসতবাড়ির পানি নিষ্কাশনের একমাত্র জায়গা এই পুকুর। এই পুকুরেই এলাকাবাসী তাদের গৃহ পালিত গরুকে গোসল করানো ও হাঁস পালন সহ মাঝে মধ্যে এলাকাবাসী গোসলও করেন। এই অবৈধভাবে বসতবাড়ি ও প্রাচীর নির্মাণ করায় দিন দিন পুকুরের আয়তন ছোট হয়ে পড়ছে। এলাকাবাসীর একমাত্র ব্যবহৃত সরকারি পুকুর এখন সংকটের মধ্যে।
স্থানীয়রা জানান, চককন্দপর্পুর এলাকার একমাত্র জলাধার সরকারি এ পুকুরটি এখন হুমকির মুখে। উক্ত পুকুরটি সরকারিভাবে লীজ প্রদান করলে লীজ প্রহীতার অনুমতিক্রমে কয়েকটি পরিরবারের মোট ২২ জন সদস্য মাছ চাষ সহ এলাকার জনসাধারন ব্যবহার করেন। অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছেিএকই এলাকার আইনুল নামক এক ব্যক্তি। আমরা বাধা দেওয়ায় তৎকালীন সময়ে প্রভাবশালী নেতাদের মাধ্যমে আমাদের ভয়ভিতী হুমকি দেয় এবং বিভিন্ন মামলার ভয় দেখায় এই আইনুল। কিন্তু বর্তমান সময়ে আবারো সে অবৈধভাবে প্রাচীর নির্মাণ শুরু করেছে। তাই আমরা এই অবৈধ দখল রোধ এবং অবৈধ দখল উচ্ছেদ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সম্মিলিতভাবে এলাকার আঃ রহিম ভাইয়ের মাধ্যমে মহাদেবপুরের এসিল্যান্ড স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই সরেজমিন তদন্ত করে সরকারি পুকুরে অবৈধ বাড়ি ও ইটের প্রাচীর অপসারণ সহ পুকুরটি খনন ও পুকুরের আকার আয়তন যেন দ্রুত ঠিক করা হয়। অবৈধভাবে সরকারি পুকুর দখলের বিষয়ে আইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে আমার কবলা করা জমি আমার কিছু জমি রাস্তার মধ্যে চলে গেছে তাই বাড়ি নির্মাণের সময় পুকুরের দিকে ২-৩ হাত এগিয়ে দিয়ে বাড়ি নির্মাণ করেছি।
এ ব্যাপারে মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা জানান, সরকারি খাস পুকুর অবৈধভাবে কেউ দখল করে থাকলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দখলদারদের কবল থেকে পুকুরটি উদ্ধার করা হবে। ইতিমধ্যেই উপজেলার চককন্দপর্পুর এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তার কাছে তদন্ত দেওয়া হয়েছে। ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অবৈধ দখলের প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This