শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মেহের আমজাদ,মেহেরপুর : নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে

বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মিয়াজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম.এ.খালেক, জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয় এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares