বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে প্রথম বিভাগ ভলিবল,হ্যান্ডবল ও কাবাডি লীগের উদ্বোধন

মেহেরপুরে প্রথম বিভাগ ভলিবল,হ্যান্ডবল ও কাবাডি লীগের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ভলিবল,হ্যান্ডবল ও কাবাডি লীগের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম বিভাগ ভলিবল, হ্যান্ডবল ও কাবাডি লীগের উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ উদ্বোধনী ভলিবল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন। এ সময় জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সহকারী কমিশনার সাজিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ভলিলীগ উপ-কমিটির আহবায়ক আতর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

৫০ বার ভিউ হয়েছে
0Shares