সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের আমদহ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন-  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুরের আমদহ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন-  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহের আমজাদ,মেহেরপুর :  জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেছেন, আমদহ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আরো বলেন,আপনাদের নিশ্চয়ই মনে আছে জামাত-বিএনপি জোট সরকারের সময় এই এলাকার মানুষ ঘরে থাকতে পারত না সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারণে। আপনারা দিনের-পর-দিন গ্রামছাড়া ছিলেন। কিন্তু এখন আর সেই কাজটি হয়না।

এখন আপনার নিরাপদে বাড়িতে ঘুমিয়ে থাকেন, কোন সন্ত্রাসী নেই। কোন চাঁদাবাজি নেই। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি গতকাল শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেরহান উদ্দীন আহমেদ চুন্নু,সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শহীদুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন। সমাবেশে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ  শাহজামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, প্রধান শিক্ষক তাজউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

৫৯ বার ভিউ হয়েছে
0Shares