বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে নিহত জীবনের বাড়িতে আওয়ামীলীগের প্রতিনিধি দল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বিচারের আশ্বাস

নাটোরে নিহত জীবনের বাড়িতে আওয়ামীলীগের প্রতিনিধি দল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও বিচারের আশ্বাস

ইসাহাক আলী, নাটোর, ২৭ সেপ্টেম্বর-নাটোরের নলaডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার লোকজনের হামলায় নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের বাড়িতে গিয়ে পরিবারকে শান্তনা ও আর্থিক অনুদান প্রদান করেছে আওয়ামীলীগের প্রতিনিধি দল। এ সময় তারা পরিবারের সদস্যদের শান্তনা ও নিহতের স্ত্রীর কর্মসংস্থান এবং দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি নলডাঙ্গার রামসার কাজিপুর শাহপাড়ায় জীবনের বাড়িতে যান। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংরক্ষিত আসনের নারী সাংসদ রত্না আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবারের সাথে সাক্ষাৎ শেষে নিহত জীবনের চাচা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজের সঞ্চালনায়  নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।  পরে তারা নিহত জীবনের কবর জিয়ারত করেন।

নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক জামিউল আলীম জীবন ১৭ সেপ্টেম্বর নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের নানা অনিময়ম ও দূর্ণীতি নিয়ে ফেসবুকে লাইভ ও স্ট্যাটাস দিলে আসাদ এবং তার লোকজন ১৯ সেপ্টেম্বর জীবন এবং তার বাবাকে পিটিয়ে আহত করে । পরে রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালে আইসিইউতে মারা যায় জীবন।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares