বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিংড়ায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা

সিংড়ায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা

ইসাহাক আলী, নাটোর, ২০ নভেম্বর-নাটোরের সিংড়ায় আর্জেন্টিনাইন সমর্থকরা আনন্দ শোভাযাত্রা করেছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিংড়া শহরের কোর্ট মাঠ থেকে শতশত মেসি ভক্তরা আর্জেন্টিনার জার্সি গায়ে এই শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি সিংড়া পৌর এলাকার থানা মোড়, জয়বাংলা মোড়, মাদ্রাসা মোড় হয়ে সিংড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় তারা আর্জেন্টিনা, মেসি, ম্যারাডোনার শ্লোগানে পুরো শহর মুখরিত করে তোলে। এছাড়া নানা বাদ্যের তালে নেচে গেয়ে আনন্দ করেন মেসি ভক্তরা। এবার কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

৭৪ বার ভিউ হয়েছে
0Shares