বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
টেকনাফে পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ আটক-১

টেকনাফে পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ আটক-১

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার। কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ রেজাউল করিম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া আটক রেজাউল করিমের বসত-বাড়ি থেকে ৫ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া আটক রেজাউল করিমের বসত-বাড়িতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় আটক আসামির বসত-বাড়ি থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রেজাউল করিম (৩৩) কে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS