রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ধান চালের মজুদ ঠেকাতে অভিযান- দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

নাটোরে ধান চালের মজুদ ঠেকাতে অভিযান- দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

ইসাহাক আলী, নাটোর , ০২ জুন-  ধান-চাল মজুদের বিরুদ্ধে নাটোরে আজও অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার গুরুদাসপুরের চাচকৈড় বাজারের বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বেশি পরিমাণ ধান,চাল মজুদ রাখায় মেসার্স আল আমিন অটো রাইস মিলকে ৫০হাজার এবং ওজনে কম

দেওয়ায় মেসার্স বিলাস এন্টার প্রাইজকে ৫০হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর। এছাড়া অবৈধভাবে মজুদ ১ হাজার ১৬৯মেট্রিক টন ধান

আগামী ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ সময় র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৬৩ বার ভিউ হয়েছে
0Shares