বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">ঢাকাসহ দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে</span> <span class="entry-subtitle">নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ</span>

ঢাকাসহ দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা:; ঢাকার পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ৯টায় জেলা শহরের কুরপাড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সদস্য মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিঃ সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি সামছুল হুদা শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, হামলা, মামলা দিয়ে বিএনপির চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা অবিলম্বে এই ব্যর্থ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জোর দাবী জানান।

১৪২ বার ভিউ হয়েছে
0Shares